সুচূনা
রাজবংশী ভাষায় পত্থম ছাওয়ালি পত্রিকা "সয়দা"। এই পত্রিকাখান পত্থম ঘাটা হাটা শুরু করে ইংরাজি ২০২৩ সালের ১৯ শে মার্চ, রবিবার (৪ই চৈত, ১৪২৯ সন, দেওবার) দি কুচবিহার ক্ষত্রিয় সোসাইটির অফিস "পঞ্চানন স্মৃতি ভবন" থাকি। জাক জমকে সেদিন পত্রিকাখানের মুকুলন করেন কবি তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের হেড অধ্যাপক তথা বর্তমানে কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানী নিখিলেশ রায় ওরফে নিখিল চন্দ্র রায় মশাই। ঐ অনুষ্টানত্ উপস্থিত আছিলেন দি কুচবিহার ক্ষত্রিয় সোসাইটির সভানেত্রী মানীনী অন্নময়ী অধিকারী, ঐ সোসাইটির সহ সভাপতি মানী রাধাকান্ত বর্মণ, ঐ সোসাইটির সম্পাদক মানী শুভদীপ সরকার, বঙ্গরত্ন মানী কবি কমলেশ সরকার, মানী কবি জগদীশ আসোয়ার, মানী কবি যতীন বর্মা, মানী কবি অজিত অধিকারী, মানীনী কবি ভূপালী রায়, মানীনী কবি ধৃতিশ্রী রায়, মানী লেখক ভগীরথ দাস, মানী কবি স্বপন কুমার সরকার, মানীনী কবি চৈতালি ধরিত্রীকন্যা, মানী কবি অশোক কুমার ঠাকুর, মানী কবি হাবিবুর রহমান আরও মেলা গুণীমানী মানষিলা। সয়দা পত্রিকার সম্পাদক মানী রণজিৎ সরকার মশাই স্বাগত ভাষণ দেন আরহ্ পত্রিকার উদ্দেশ্য ব্যাখ্যা করেন। অনুষ্ঠানত্ সভাপতিত্ব করেন বানেশ্বর সারথীবালা কলেজের অধ্যক্ষ তথা পত্রিকার সভাপতি মানী নগেন্দ্রনাথ রায় মশাই। অনুষ্ঠানৎ সগায় এই উজ্জোগের প্রশংসা করেন আর কন রাজবংশী ভাষা সাহিত্যর জগতৎ এটা একটা মাইল ফলক হয়া রইল। অনুষ্ঠান চালান পত্রিকার সহ সম্পাদক বর্ণজিৎ বর্মণ। মানী পুলক বর্মণ আর উমার শিল্পীলা সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান করেন।